ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৬ জুন, ২০২০ ১৯:১৫

দোহারে রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দোহারে রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের যুবক রাসেল (৩২) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মইতপাড়া সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামে কলেজ ছাত্র সোহান ও মনিরের মধ্যে বিরোধের জেরে সোমবার নিহত হয় রাসেল(৩২)। বিকালে ময়না তদন্ত শেষে লাশ আসলে বিক্ষোভে ফেটে পড়ে স্বজনরা। নিহত রাসেল ওই গ্রামের মো. রশিদে ছেলে।

এঘটনায় ওই অঞ্চলের একজন প্রভাবশালী ছাত্র নেতার হাত রয়েছে বলেও নিহতের পরিবার দাবি করেছে। এ ঘটনায় ঐ দিনই তাৎক্ষণিক দোহার থানা পুলিশ দুজনকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা যায়।
নিহত রাসেলের চাচা নাসির উদ্দিন বলেন, একটি ছাত্র সংগঠনের কতিপয় নেতাকর্মী আমার ভাতিজার হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তিনি শাকিল, ফাহিম ও সোহানের নেতৃত্বে সোমবার সকালে ১০/১২টা মটরসাইকেল নিয়ে মনিরকে শাসাতে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহানের লোকজন মনিরের উপর হামলা করে। এসমম রাসেল তাদেরকে থামাতে গেলে তাকে সোহানের পক্ষের লোকজন মারপিট করে। এতে আঘাত প্রাপ্ত হয়ে রাসেল ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে দোহার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহত রাসেলের ভাই মো. সুমন বাদী হয়ে দোহার থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ৩৫/৪০জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে শাকিল ও রাজনকে ঘটনার দিনই আটক করেছে পুলিশ।
দোহার থানার ওসি(তদন্ত) মো. আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে আটক করা হয়ছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক|

উপরে