ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৬ জুন, ২০২০ ২২:৩৪

গত ২৪ ঘণ্টায় ঢামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ঢামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরেও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৬ জন পুরুষের এবং ৩ জন নারীসহ অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।
ঢামেক হাসপাতালে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৬৭৩ জন মারা গেছেন। এদের মধ্যে ১৬১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর মঙ্গলবারে বিকালে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরেও ১৮ জনের মৃত্যু হয়েছে। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টায় খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন করছে।

উপরে