ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৭ জুন, ২০২০ ১৯:১১

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা


ঢাকা-ময়মনসিংহ রেলপথে মাইজহাটি ড়ুভমে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনিসা বেগম (৫৫) নামক এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো খবরটি নিশ্চিত করেছেন। নিহত আনিসা উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিসা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আনিসা বেগম আত্মহত্যা করেন।
খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উপরে