আপডেট : ১৯ জুন, ২০২০ ২০:৫৯
বগুড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানি গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে সমাপ্তি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সমাপ্তি সিরাজগঞ্জ সদর উপজেলার পানিবাড়ী গ্রামের মুরশিদ আলমের মেয়ে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ছাতিয়ানি গ্রামে সমাপ্তি খাতুন কয়েক দিন আগে নানা আব্দুল মান্নানের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নানার বাড়ির আঙ্গিনায় বৃষ্টির পানিতে ভিজে খেলা করছিলো শিশুটি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সমাপ্তির মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদককে বলেন, বজ্রপাতে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় নিহত সমাপ্তির অভিভাবকেরা দাফন করতে চাইলে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
