করোনা ইউনিটের অক্সিজেন সিলিন্ডারের মিটার চুরি
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে বিক্রির ঘটনায় তিনিজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সেটি বেসরকারি ক্লিনিকে বিক্রি করে।
শুক্রবার ওই পরিচ্ছনতাকর্মী দুটি সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের শান্ত পলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন। রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে ও চুরি য়াওয়া মিটার উদ্ধার করে।
জানা যায়, শুক্রবার সকাল থেকে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ব্যবহৃত দুটি অক্সিজেন সিলিন্ডারের মিটার খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল সদর পুলিশ তদন্ত শুরু করে।
হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরা লাল জিজ্ঞাসাবাদের এক পর্যয়ে বলেন, তিনি মিটার দুটি ১৩ হাজার টাকায় শহরের শান্ত পলি ক্লিনিকে বিক্রি করেছে। শুক্রবার রাতেই ওই ক্লিনিক থেকে চুরি যাওয়া মিটার দুটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও কর্মচারি ঠান্ডু মিয়াকে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদককে বলেন, এই ঘটনায় হাসপাতালের (আরএমও) ডা. শফিক আমিন কাজল থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে মামলার তিন আসামী হীরা লাল, ফেরদৌস আলম ও ঠান্ডু মিয়াকে আদালতের মাধ্যমেও কারাগারে প্রেরণ হয়েছে।
প্রথম ভোর/নিলয়
