ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২১ জুন, ২০২০ ১৬:৫০

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এমডির মৃত্যু

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এমডির মৃত্যু


বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামাল এম এ নাসের মারা গেছেন।
আবুল কালাম আজাদ ফের বাসসের এমডি
রোববার রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যার গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার ভোরে তার মৃত্যু হয়। ঢাকায় স্যারের জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ এলাকায় তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, বীমা শিল্পে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

উপরে