ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৭:৩৪

ভারতে প্রবেশকালে ১৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক
ভারতে প্রবেশকালে ১৬ জন আটক


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ১ শিশু, ৪ নারী এবং ১১ পুরুষসহ ১৬ জনকে আটক বিজিবি।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পলিয়ানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জাকির খান, পারভীন, নাজমা বেগম, হাসান ফরাজি, তানিয়া আক্তার, হাফিজ, মিলন হাওলাদার, সালমা খাতুন, শাহ আলম হাওলাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, রুবেল, মানজারুল, আসাদ,রাসেল খান ও মুন্না হাওলাদার।
৫৮-বিজিবির পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গত রাতে পলিয়ানপুর গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও পিরোজপুর এলাকায়।
আটককৃত বাংলাদেশি নাগরিকদের ঝিনাইদহের মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।

উপরে