ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৮:০৬

করোনা কেড়ে দিলো ব্যবসায়ীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক
করোনা কেড়ে দিলো ব্যবসায়ীর প্রাণ


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী ফকরুল হাসান (৫২) মারা গেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন।
ফকরুল আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের আরব আলী মিয়ার ছেলে এবং পয়সারহাট বন্দরের গ্যাস ব্যবসায়ী ছিলেন।
ডা. বখতিয়ার আল মামুন জানান, ব্যবসায়ী ফকরুল হাসান করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ৯ জুলাই তার স্বজনরা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি করান। সেখানে নমুনা পরীক্ষায় তার পজেটিভ আসে।

উপরে