ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৭:০৮

পাবনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
পাবনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার


পাবনায় ওয়ান শুটারগান ও গুলিসহ ইউনুস (৫০) নামক এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাতে চাটমোহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনুস পাবনা সদর উপজেলার কামারগ্রাম নামক গ্রামের রাহেদ আলীর ছেলে। তাকে চাটমোহরের নেংড়ী মোস্তান বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১২, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল চাটমোহরে অভিযান চালায়। নেংড়ী মোস্তান বাজার এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ইউনুসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, সে তার নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তা স্বীকার করে।
এ ব্যাপারে পাবনা জেলার চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।

উপরে