ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৭:৩৬

বিরলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক
বিরলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১


দিনাজপুরের বিরলে এক সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ২ সন্তানের জনক অনিল চন্দ্র রায় (৪৮) নামে এক ব্যাক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 
আটক অনিল চন্দ্র রায় (৪৮) বিরল উপজেলার রাজারামপুর ইউপি’র মালঝাঁড় (স্কুলপাড়া) গ্রামের মৃত উমেশ চন্দ্র রায়ের পুত্র। এ ব্যপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেছে।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভিকটিমের স্বামী-সন্তান আত্মীয়ের বাড়ীতে এবং ভিকটিম একাকী নিজ বাড়ীতে থাকায় প্রতিবেশী ২ সন্তানের জনক অনিল চন্দ্র রায় ভিকটিমের শয়ন ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে ওই ধর্ষককে আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটক অনিল চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

উপরে