ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৭:৫০

নেত্রকোনায় পৃথক অভিযানে ৭০ লিটার মদসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় পৃথক অভিযানে ৭০ লিটার মদসহ আটক ৬


নেত্রকোনার খালিয়াজুরীতে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে ৭০ লিটার দেশীয় মদ ও ২০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে আটক করছে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার রাতে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের ঈদগাহ এলাকা থেকে তিন জনকে ৩০ লিটার দেশীয় মদ ও ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তিন জনকে খালিয়াজুরী সদরের কিষ্টপুর গ্রামের রাস্তা থেকে ৪০ লিটার দেশীয় মদসহ আটক করা হয়েছে। 
শুক্রবার রাতের আটকেরা হলেন, কিশোরগঞ্জ জেলার  ইটনা উপজেলার পর্দাকান্দা গ্রামের আশ্রব আলীর ছেলে আলী আকবর (৫০), বেতাগা গ্রামের  শুক্কুর আলী ছেলে দুলাল মিয়া (৩২) ও এরশাদনগর গ্রামের রজব আলীর ছেলে  জামাল শেখ (২০)।
বৃহস্পতিবার রাতের আটকেরা হলেন সুনামগঞ্জ জেলার শাল্ল উপজেলার  দাউদপুর গ্রামের উসফার আলীর ছেলে সালমান মিয়া (২৩), মোঃ দুদু মিয়ার ছেলে  জাকির  হোসেন (২৯) ও মতি মিয়ার ছেলে  মো. যাহাদনুর (২০)।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত  করে খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান,  গোপনে সংবাদ ছিল বিক্রির উদ্দেশ্যে মদ ও ইয়াবা বহন করছে পৃথক ওই দুটি দল। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।  অভিযানের  সময় তাদের কাছ থেকে ৭০ লিটার মদ  ও ২০ পিস ইয়াবা  জব্দ করে  পুলিশ। তাদের বিরুদ্ধ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে নেত্রকোনায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উপরে