করোনায় রাজধানীতে চলছে যত্রতত্র গাড়ি
করোনা মহামারী পরিস্থিতিতে রাজধানীতে প্রচুর প্রাইভেট গাড়ি, সিএনজি-চালিত অটোরিকশা এবং রিক্সা বেরিয়ে পড়েছে। আর এসব গাড়ির চালকরা ইচ্ছামতো রাজধানীর সড়কের যত্রতত্র গাড়ি চালাচ্ছে। গাড়ি নিয়ে কে কার আগে যাবে- এ নিয়ে চলছে প্রতিযোগিতা। এরফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পথচারীরা।
করোনা মহামারী পরিস্থিতিতে কয়েক দফায় সাধারণ ছুটির থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হয়েছে। আর করোনা সংকটকালে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। তবে বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে- এমন শর্তে নতুন ভাড়া কার্যকর হয়েছে। কিন্তু এই বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছে যাত্রীকল্যাণ সমিতি।
অন্যদিকে পরিবহন মালিকদের শারীরিক দূরত্ব রক্ষাসহ অন্যান্য নির্দেশনা মেনে রাস্তায় গণপরিবহন চালানোর কথা বলা হয়েছে। একইভাবে অবহিত করা হয় যাত্রীদেরও। কিন্তু সময় যতো পার হচ্ছে, সেসব স্বাস্থ্যবিধি বা নিরাপদ দূরত্ব মানতে দেখা যাচ্ছে না গণপরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের কাউকে।
সরেজমিনে দেখা গেছে, শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির ক্যাপিটাল মার্কেটের সামনে গাড়ি নিয়ে আগে যাওয়ার জন্য বাস, সিএনজি-চালিত অটোরিকশা এবং রিক্সা চালকরা প্রতিযোগিতা করছেন। আর এরফলে করোনার সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এবিষয়ে রফিকুল ইসলাম নামে এক পথচারী বাংলাদেশ জার্নালকে বলেন, রাজধানীর রাস্তায় প্রায় প্রতিদিনই গাড়ি নিয়ে আগে যাওয়ার জন্য বাস চালকদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। আর এরফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। কিন্তু এরপরও বাস চালকদের সাবধান হতে দেখা যায়নি।
জানতে চাইলে সোহেল নামে এক বাস চালক এই প্রতিবেদককে বলেন, আমরা সড়ক আইন এবং গাড়ি চালানোর আইন মেনেই বাস চালাই। কিন্তু কোন কোন সময় হয়তো গাড়ির গতি বেশী হতে পারে। তবে আমরা আইন মেনেই গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি।
