নাটোরে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তারের কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা
নাটোরে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল ইলেকট্রিক তার ও তার তৈরির মেশিন।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিএসটিআইয়ের সিল নকল করে অনুমোদনহীনভাবে ইলেকট্রিক তার তৈরি করার অপরাধে জে আর কোম্পানির মালিক আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম।
এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল ইলেকট্রিক তার ও তার তৈরির মেশিন। দীর্ঘ দিন ধরে অনুমোদনহীনভাবে ইলেকট্রিক তার তৈরি করে বাজারজাত করে আসছে তারা। এসময় অভিযানে এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
