ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২০ জুলাই, ২০২০ ১৯:২০

বন্যায় ভেসে গেলো তুষারের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
বন্যায় ভেসে গেলো তুষারের স্বপ্ন


রংপুরের পীরগাছা পারুল সুন্দর গ্রামে আবু তৈয়ব তুষার নামে এক যুবকের গড়ে তোলা ইলা মৎস খামারের প্রায় ৩০ লাখ টাকার মাছ বন্যায় ভেসে গেছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়েছেন তিনি।
গত কয়েক দিনের টানা বর্ষণ আর বন্যায় তার এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তুষার। তিনি ওই এলাকার কৃষক আজিজুল ইসলামের ছেলে।
তুষার জানান, পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ঘুরে নিজেই স্বাবলম্বি হবার জন্য বাবার দুই একর এবং অন্যে ব্যক্তিদের আরো ৮ একরসহ মোট ১০ একর জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে একটি খামার তৈরি করেছিলেন। সেই খামারে এবার ৫ লাখ পোনাও ছেড়ে দিয়েছেন। মাছের পোনাগুলো ধীরে ধীরে বড় হচ্ছিলো। কিছু মাছ বিক্রির উপযোগি হয়েছে। কিন্তু বন্যায় সব ভেসে গেছে।
তিনি জানান, এই মাছ চাষ করতে গিয়ে তিনি ব্যাংক থেকে ১০ লাখ টাকা লোন নিয়েছেন। মাছের খাবার কিনেছেন ১২ লাখ টাকার। এছাড়া জমি লিজসহ অন্যান্যা খরচ মিলে প্রায় ৩০ লাখ টাকা ইনভেস্ট করেছেন। কিন্তু সবই পানিতে ভেসে গেছে।
আবু তৈয়ব তুষার জানান, আমি এখন পথে বসে যাবো। এত টাকা লোন, মাছের দোকানের বাকি পরিশোধসহ জমি লিজ নেয়া টাকাও শোধ করতে পারবো না।
এ নিয়ে রংপুর বিভাগীয় মৎস কর্মকর্তা ড. মুহা: সাইনার আলম বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের আমরা তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি। প্রণোদনা পেলে সহযোগিতা করা হবে।

উপরে