আপডেট : ২০ জুলাই, ২০২০ ১৯:৩০
ফেনীর পরশুরামে 'হ্যালো অক্সিজেন' সেবার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
ফেনীর পরশুরামে 'হ্যালো অক্সিজেন' সেবার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদের খোকা মিয়া মিলনায়তনে 'অক্সিজেন সেবা'র উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
আজ থেকে পরশুরামে এই অক্সিজেন সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান এর উদ্যোক্তা উপজেলা যুবলীগের সভাপতি ও পরশুরাম করোনা স্বেচ্ছাসেবক টিমের টিম লিডার মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।
তিনি আরও জানান, অক্সিজেন পেতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে। বিনামূল্যে অক্সিজেন সেবা পেতে ০১৮১৮৩৯৭৪৯৬, ০১৬৩২৪২২১৭৩ ও ০১৮৫০ ৫৯২৮৯১ এই নম্বারে যোগাযোগ করতে হবে।
