ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১৭:১৩

তিস্তা ব্যারাজে রিভার ক্রসিং টাওয়ারের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
তিস্তা ব্যারাজে রিভার ক্রসিং টাওয়ারের নির্মাণকাজ শুরু


লালমনিরহাটের হাতীবান্ধায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা নদীর ওপর রিভার ক্রসিং টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে।
রোববার দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোতাহার হোসেন তিস্তা ব্যারাজ এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নেসকো লি. এর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার, উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী লুৎফুল হায়দার চৌধুরী, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, দেশ ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

উপরে