আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১৭:৩৪
করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবু সাইদ (৬১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আবু সাঈদ সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বেশ কিছুদিন আগে ঢাকায় নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি আবু সাঈদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
