ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৭ জুলাই, ২০২০ ১৭:৫৪

কলেজের সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না : জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
কলেজের সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না : জাতীয় বিশ্ববিদ্যালয়


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর  থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ২৩০/২০১৭ এর ২৫/১১/২০১৯ তারিখের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 
পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উপরে