ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ জুলাই, ২০২০ ১৭:০১

করোনা উপসর্গে কুমেকে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
করোনা উপসর্গে কুমেকে ৩ জনের মৃত্যু


করোনাভাইরাস উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা করোনায় আক্রান্ত
মঙ্গলবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- বরুড়া উপজেলার আইয়ুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৩৪)।
এদিকে, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে একই হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৯৮ জন। এদের মধ্যে ৪৩ জন করোনা পজিটিভ এবং ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

উপরে