ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে কর্মশালা
ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে তথ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নারীপক্ষ ও তারুণ্যের কন্ঠস্বরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহামুদুল হক আযাদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন।
এ সময় আলোচনায় অংশ নেন ডা. পরভীন আক্তার, ডা. আফরোজা বেগম, ধনিয়া ইউনিয়নের সেকমো সোনালি রানী, পূর্ব ইলিশার এফপিআই সমসের আলী, এফডবিøউবি জান্নাতুল ফেরদাউস, নুরে নাজমা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তারুণ্যের কন্ঠস্বর ভোলা জেলা সম্মনয়করী আদিল হোসেন তপু । এ সময় কর্মশালায় বক্তরা বলেন, বাংলাদেশর মোট জনগোষ্ঠীর ২৩ শতাংশই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী রয়েছে। কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের এক বিরাট অংশ কৈশোর কালেই বিয়ে, গর্ভধারণ এবং অল্প বয়সেই মা হচ্ছেন। দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অসচেতনতার কারণে তাদের মধ্যে শতকরা ৯৫ ভাগ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। অথচ অধিকাংশ কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও উপলব্ধি না থাকায় কিশোরী মাতৃত্বের হার বাড়ছে। তাই যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা নয় বরং সচেতন হওয়া জরুরি।
