ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৮

বিস্ফোরণের ঘটনায় কারো গাফিলতি থাকলে চাকরি চলে যাবে: বিপু

নিজস্ব প্রতিবেদক
বিস্ফোরণের ঘটনায় কারো গাফিলতি থাকলে চাকরি চলে যাবে: বিপু


বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ বিভাগের কারো যদি কোনো গাফিলতি থাকে তাহলে তার চাকরি তো যাবেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
শনিবার  বিকেলে নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, আমি দেখলাম এখানে অনেকে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে। কোনো অঘটন ঘটলে আমরা সবাই সচেতন হই।  
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে কথা হয়েছে। মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন কীভাবে গেল তা খতিয়ে দেখা হবে। 

উপরে