ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১৭

আখের মূল্য পরিশোধের দাবিতে অফিসে তালা দিলেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
আখের মূল্য পরিশোধের দাবিতে অফিসে তালা দিলেন কৃষকরা


নাটোরে প্রায় ২ কোটি টাকা আখের মূল্য পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা। রবিবার নাটোর চিনি কলের অধীনে বাগাতিপাড়ার নওশেরা সাবজোন অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। 
একপর্যায়ে উপজেলার সাবজোন অফিসে তালা ঝুলিয়ে দেন কৃষকরা। এছাড়া আগামী তিন দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধের আহ্বান জানান। তবে টাকা পরিশোধ করতে না পারলে মহাব্যবস্থাপকের অফিসসহ নাটোর চিনি কলের সকল অফিস তালাবদ্ধ করার হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
জানা গেছে, ৯০০- ১০০০ হাজার আখ চাষীর আখের মূল্য বাকি আছে। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী প্রায় ২ কোটি টাকা পরিশোধের দাবিতে সাবজোন অফিস তালাবদ্ধ করেন ভুক্তভোগীরা। 
বিক্ষোভকারী আখ চাষী মো. আশরাফুল আলম খাঁন ডাবলু জানান, ২০১৯-২০২০ মৌসুমে ২১ মার্চ পর্যন্ত কৃষক তাদের উৎপাদনকৃত আখ বাগাতিপাড়ার সাবজোনের ৮টি আখ ক্রয় কেন্দ্রে সরবরাহ করেন। কিন্তু পাঁচ মাস পার হলেও চাষীদের আখের মূল্য প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেনি চিনি কল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, নাটোর চিনি কলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে, নাটোর সুগার মিল ব্যবস্থাপক ১ সেপ্টেম্বরের মধ্যে চাষীদের সকল টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আখ চাষীরা সাবজোন অফিস তালাবদ্ধ করেন।
এছাড়া নাটোর চিনি কলের অধীনে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর, দত্ত পাড়া, আহম্মেদপুরের চাষীরাও এসকল এলাকার সাবজন অফিস তালাবদ্ধ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আখ চাষী আলাইদ্দীন, আব্দুল গনী, তিতিমীর বাদশা, আমরি হোসেন প্রমুখ।

উপরে