ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৪

পাঁচ পৌরসভায় উপনির্বাচন ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
পাঁচ পৌরসভায় উপনির্বাচন ১০ অক্টোবর


পাঁচটি পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। তার মধ্যে দুটি পৌরসভায় মেয়র পদে এবং তিনটি পৌরসভায় সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি নথি জারি করেছেন।
নথি থেকে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় মেয়রের শূন্য পদে, জয়পুরহাটের কালাই পৌরসভায় মেয়র শূন্য পদে, নোয়াখালীর হাতিয়া পৌরসভায় ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, রাজশাহীর কেশরহাট পৌরসভার ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এবং কুমিল্লার লাকসামের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উপরে