স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নিহত কাজল
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে গত বছর ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি।
এছাড়া বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম কাজল। তিনি ওই সময় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদকও পান।
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু সেবারও দলীয় মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত নিজে আর প্রার্থী না হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। এর কিছুদিন পরই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রসঙ্গত, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
