ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪০

মোরেলগঞ্জে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মোরেলগঞ্জে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার


বাগেরহাটের মোরেলগঞ্জে নদীর তীরবর্তী ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। বুধবার বেলা ২টার দিকে শিশু রমজান শেখ (৮) এর মরদেহ পাওয়া যায় তার বাড়ির অদূরে একটি ডোবায়। এদিন বেলা ১১টার দিকে ঘর থেকে বের হয়ে সে আর ফেরেনি। বারইখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মেরাজুল শেখের ছেলে রমজান পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিলো।
শিশুটির মা সালমা বেগম বলেন, অন্যান্য দিনের ন্যায় রমজান আজও ১১টার দিকে বন্ধুদের সাথে খেলতে যায়। ফিরতে দেরি হওয়ায় দুপুরে খুজে পাই তার লাশ। রমজান সাতার কাটতে পারে। সে ডুবে মারা যেতে পারেনা বলেও দাবি করেন সালমা বেগম।
এ ঘটনা সম্পর্কে ঘটনাস্থল থেকে (বিকেল সাড়ে ৫টা) থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা জানার জন্য অনুসন্ধান চলছে। 

উপরে