ফরিদপুরে পিয়াজের বীজ উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মতবিনিময় সভা
ফরিদপুর জেলায় পিয়াজের বীজ উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র মাঝারী উদ্যোক্তা (এসএমই) কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে থানা রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর এসএমই কৃষক অধিকার সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস লক্ষণ।
সভায় বক্তব্য রাখেন শেখ মো. জামাল, স্বপন কুমার সাহা, আবু বক্কর সিদ্দিক, সোলাইমান হোসেন, নগরকান্দার কৃষক মো. রুহুল আমিন, বোয়ালমারীর কৃষক আ. রাজ্জাক মাতুব্বর, চরভদ্রাসনের কৃষক আবুল খায়ের বেগ, সদরপুরের কৃষক লোকমান হোসেন, আলফাডাঙ্গার কৃষক আপন বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় সভায় পিয়াজের বীজ উৎপাদন বৃদ্ধিতে সরকারের কাছে সহজ শর্তে ঋণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এছাড়া পিয়াজের বীজ উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বিএডিসির চুক্তিবদ্ধ পিয়াজের বীজ চাষিদের বিভিন্ন অধিকার আদায়ে ফরিদপুর এসএমই কৃষক অধিকার কাজ করবে বলে সভা থেকে জানানো হয়। সভায় ফরিদপুর জেলার ৯টি উপজেলার পিয়াজের বীজ চাষিরা উপস্থিত ছিলেন।
