ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০ ১১:০১

জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা পরীক্ষা বন্ধ


টিকা নেওয়ার পর একজন স্বেচ্ছাসেবকের অসুস্থতা দেখা দেওয়ায় জনসন অ্যান্ড জনসনের টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। ৬০ হাজার রোগীর ওপর টিকাটির ক্লিনিকাল ট্রায়াল চলছিল। সেটি স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসনে এসব তথ্য জানিয়েছে। তবে অসুস্থতার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, তাদের চূড়ান্ত ধাপের করোনার টিকা পরীক্ষা বন্ধ করা হয়েছে। কারণ, তাদের পরীক্ষামূলক টিকাটি নেওয়ার পর একজনের অসুস্থতা লক্ষ করা গেছে। স্বেচ্ছাসেবকের অসুস্থতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি মূল্যায়ন করছে স্বতন্ত্র ডেটা সেফটি মনিটরিং বোর্ড (ডিএসএমবি)। 
বিবৃতিতে বলা হয়, অসুস্থ ওই স্বেচ্ছাসেবকের গোপনীয়তার প্রতি আমাদের সম্মান জানানো উচিত। তার তার অসুস্থতা সম্পর্কে আরও বেশি করে জানতে পারছি। আরও তথ্য প্রকাশের আগে এ বিষয়ে আমাদের সম্পূর্ণ ধারণা থাকা আবশ্যক।

উপরে