ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০ ১৬:৩৬

চরের জমি ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
চরের জমি ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন


বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে জেগে ওঠা সন্ধ্যা নদীর চরে জেগে ওঠা পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের ভূমি অফিসের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 
দক্ষিণ নাজিরপুর গ্রাম রক্ষা ও উন্নয়ন কমিটির আহবায়ক রাহাদ সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, জাসদ নেতা সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন তালুকদার, অধ্যাপক এম এ কাইয়ুম, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যাপক গোলাম মোর্শেদ, পৌরসভার কাউন্সিলর ইউনুস মিয়া, সাবেক কাউন্সিলর রফিকুল আলম ও মশিউর রহমান কামাল সহ অন্যান্যারা। 
মানববন্ধনে নদী ভাঙন কবলিতদের মাঝে সন্ধ্যা নদীতে জেগে ওঠা চরের জমি ফিরিয়ে দেয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 
স্থানীয়রা জানান, সন্ধ্যা নদীর গর্ভে দক্ষিণ নাজিরপুর গ্রামের সিংহভাগ বিলীন হয়ে যায়। গ্রামের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, ঈদগাহ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, ফসলি জমি, বসতভিটা সবই নদী গ্রাস করে। বসতভিটা ও ফসলি জমিসহ সব কিছু হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। 

উপরে