ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৮:২৫

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা


রাজশাহীর পবা উপজেলায় কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে কাঁটাখালী থানায় মামলাটি করেছেন ওই কিশোরীর মা। মামলায় প্রতিবেশি যুবক শাহিনুর রহমানকে (২৭) একমাত্র আসামি করা হয়েছে। 
পুলিশ জানায়, ৯ অক্টোবর রাত নয়টার দিকে ওই কিশোরী ঘরের বাইরে নলকূপে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এ সময় প্রতিবেশী শাহিনুর রহমান ওই কিশোরীর ঘরে ঢুকে যায়। পরে কিশোরী ঘরে ঢুকলে শাহিনুর দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণ করে। শাহিনুর গ্রাম্য সালিসে মাতব্বরদের সহায়তায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। তবে কিশোরীর পরিবার বিষয়টি মেনে নেয়নি। তারা আইনের আশ্রয় নেয়।
 কিশোরীর মা ও ভাই অভিযোগ করেন, তারা যাতে থানায় গিয়ে মামলা করতে না পারেন, সেজন্য স্থানীয় মাতব্বররা তাদের মারপিট করেছে। এতোদিন তাদের নানাভাবে বাধা দেওয়া হয়েছে।   
 কাঁটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কিশোরীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। আসামি ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

উপরে