ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৮:৫৮

সড়ক-মহাসড়কে নির্দেশনা মেনে চলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সড়ক-মহাসড়কে নির্দেশনা মেনে চলার আহ্বান


বগুড়ায় জরুরি সভা করে সরকারি নির্দেশনা মেনে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলের আহবান জানিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। একই সাথে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। 
বগুড়া শহরে বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় রাজশাহী বিভাগের সকল জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। 
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ৮ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সভার আলোকে বগুড়ায় বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। 
শ্রমিকনেতা কামরুল মোর্শেদ আপেলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন যৌথ কমিটির বিভাগীয় নেতা আলহাজ আব্দুল লতিফ মন্ডল, সাফকাত মঞ্জুর বিপ্লব, শাহ আখতারুজ্জামান ডিউক, সামছুদ্দিন শেখ হেলাল, আলহাজ আনছার আলী, আব্দুল মতিন সরকার, মান্নান মন্ডল, মহাতাব আলী, শফিকুল ইসলাম, দুলু মুন্সি, শেখ ফরিদ, শামীম উদ্দিন, মিলন, ওমর আলী, মোশারফ হোসেন, গোলাম আজম, সাইদুর রহমান, তৌফিক হাসান ময়না, খলিলুর রহমান খলিল, মোশারফ হোসেন বুলবুল। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি রাজশাহী বিভাগীয় কমিটিতে সাফকাত মঞ্জুর বিপ্লবকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, আবু আহসান খান বিয়ন কে কার্যকরী সভাপতি ঘোষণা করা হয়। 
আলহাজ আনছার আলীকে সভাপতি ও বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, সামছুদ্দিন শেখ হেলালকে সহসভাপতি ও মতিন সরকার যুগ্ম সম্পাদক করে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি ঘোষণা করা হয়।

উপরে