ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ১৬:৪৩

ধর্ষণের ঘটনায় সালিশকে ফৌজদারি অপরাধ ঘোষণা করতে রিট

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের ঘটনায় সালিশকে ফৌজদারি অপরাধ ঘোষণা করতে রিট


ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান রিটটি দায়ের করেন।
রিটে ধর্ষণের মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে, তা কঠোরভাবে যেন পালন করা হয়, সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উপরে