ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ১৮:৫২

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ; আসামি রনি আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ; আসামি রনি আবারও রিমান্ডে


সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে আবারও তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এবার অস্ত্র মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, আজ সোমবার সকালে রনিকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে রনির ৪ দিন রিমান্ডের আদেশ দেন বিচারক সাইফুর রহমান।  
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় এসএমপির শাহপরান থানায় মামলা করা হয়। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।
এদিকে, ধর্ষণের ঘটনার দিন রাতেই এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমানের (২৮) কক্ষ থেকে বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করে। পরে সাইফুর রহমানকে আসামি করে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই অস্ত্র মামলায় সাইফুর রহমানকেও রিমান্ডে নিয়েছিল পুলিশ।

উপরে