ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০ ১৭:২৫

ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় বিএসএসসি'র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় বিএসএসসি'র উদ্বেগ


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি (বিএসএসসি)।
তরুণ আইনজীবী ব্যারিস্টার হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।
বিএসএসসির আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়া মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় প্রমাণিত হয় এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উপরে