ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০ ১৯:৫৪

মহানবী সা. এর অবমাননার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মহানবী সা. এর অবমাননার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল


ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে শহরের পাইরা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পাইরা চত্বরে সমবেত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাস্টার শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান হুমায়ন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ন কবির, ইসলামি শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আশরাফ আলী ফারুকী।

উপরে