ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩ নভেম্বর, ২০২০ ১৮:০২

শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার


৪র্থ দিনে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন। মঙ্গলবার দুপুর ১ টায় ইন্টার্ন ডক্টরর্স এসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এই ঘোষণা দেন। এর পরপরই কাজে যোগ দেন তারা। এর আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালক ও সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ ও তাদের প্রতিপক্ষ মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। এই আলোচনা ফলপ্রসু হওয়ায় রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 
এর আগে গত ২১ অক্টোবর মেডিসিন ইউনিট-৪ এর সহকারি রেজিস্ট্রার ডা. মাসুদ ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক হামলার অভিযোগ তুলে হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেন। পরদিন ২২ অক্টোবর ডা. মাসুদ খানের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের পাল্টা লিখিত অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা। ৩০ অক্টোবর ডা. মাসুদ বাদী হয়ে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা করলে ৩১ অক্টোবর দুপুর ২টা থেকে কর্মবিরতী শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। তবে এ বিষয়ে আজ গণমাধ্যমে কথা বলতে রাজী হননি হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। 
ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির ফলে বিনা চিকিৎসায় দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ২০জন রোগীর মৃত্য হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১৭জন এবং তার আগের ২৪ ঘণ্টায় ১৯জন রোগীর মৃত্যু হয়। অথচ ইন্টার্নদের কর্মবিরতি শুরুর আগের ২০ ঘণ্টায় এই হাসপাতালে ১০জন রোগীর মৃত্যু হয়।

উপরে