ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ নভেম্বর, ২০২০ ০০:০০

নবীনগরে ব্রীজ থেকে সড়ক বিচ্ছিন্ন, চরম দূর্ভোগে এলাকাবাসী

ষ্টাফ রিপোর্টার
নবীনগরে ব্রীজ থেকে সড়ক বিচ্ছিন্ন, চরম দূর্ভোগে এলাকাবাসী

মোঃ কামরুল ইসলাম, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ-
সম্প্রতি সময়ে  টানা বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ-গোপালপুর সড়কের  কান্দিগ্রামে এলজিআরডির  রাস্তায় নির্মিত ব্রীজের এক পাশের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী সহ পথচারীরা। যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। 
জানাযায়, আলীয়াবাদ -গোপালপুর এই সড়কে প্রতি নিয়ত বিভিন্ন যানবাহন ও পায়ে হেটে  উপজেলার বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার জনসাধারণ,স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া  শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। গত অক্টোবর মাসে টানা বৃষ্টির কারণে রাস্তাটিতে ফাটল দেখা দেয়, ওই সময় ইট বালু বহনকারী ট্রলি যাওয়ার কারণে রাস্তাটি আরো ঝূকিপূর্ণ হয়ে উঠে। আবারও বৃষ্টি শুরু হলে, রাস্তাটির একটি অংশের মাটি সরে গিয়ে মাটির চাপে ব্রীজের রির্টানিং ওয়াল ভেঙে যায়। এর পর থেকে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তাটি  মারাত্মক ঝূকিপূর্ণ অবস্থায় রয়েছে, প্রতিনিয়ত ঘটছে নানান দূর্ঘটনা । রাস্তাটি সংস্কার কাজ না হওয়া ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এই এলাকার ১০ টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। বিশেষ করে অসুস্থ কোন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে কয়েকটি গ্রাম ঘুরে যেতে হয়।
দ্রুত রাস্তাটির সংস্কার দাবী করে এলাকাবাসী জানান , উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। বৃষ্টির কারণে এবং অতিরিক্ত বোঝাই নিয়ে ইট ও বালুর ট্রলি এই রাস্তা দিয়ে চলার কারণে রাস্তাটি আজ চলাচলের অযোগ্য হয়ে গেছে। যানবাহন বন্ধ হয়ে যাওয়ার কারণে দোকানের মালামাল বহন ও রোগীকে হাসপাতালে নেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। ব্রীজের পাশে মাটি না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এই ব্রীজটি আগে থেকেই বুকিপূর্ণ, ব্রীজে ফাটল দেখা দিয়েছে। সড়কটি ও রির্টানিং ওয়াল দ্রæত সময়ে করা না হলে ব্রীজটিও যে কোন সময় ভেঙে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে।
 নবীনগর উজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক,  দ্রæত সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক সাংবাদিকদের জানান, জরুরী ভিত্তিতে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, জায়গাটি পরিদর্শন করে এসেছি. কয়েক দিনের মধ্যে কাজ শুরু করা হবে।

উপরে