ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ নভেম্বর, ২০২০ ১৬:৫৩

সরকার লাইফ সাপোর্টে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
সরকার লাইফ সাপোর্টে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‌‘সরকার এখন লাইফ সাপোর্টে আছে। জনগণ এ লাইফ সাপোর্ট খোলার দায়িত্ব হাতে তুলে নিলেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে।’ 
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 
গয়েশ্বর বলেন, ‘জনগণের সমর্থনবিহীন সরকার লাইফ সাপোর্টে ছাড়া আর কোনো সাপোর্টে থাকতে পারে না। আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। তাই বর্তমান দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য ঐক্যের বিকল্প নেই। দলে নানা মতের, নানা পথের মানুষ থাকতে পারে কিন্তু নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে।’

উপরে