ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১২ নভেম্বর, ২০২০ ১৬:৫২

এমপি পাপুলসহ চার জনের মামলার প্রতিবেদন ১৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
এমপি পাপুলসহ চার জনের মামলার প্রতিবেদন ১৩ ডিসেম্বর


আগামী ১৩ ডিসেম্বর লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বৃহস্পতিবার এই মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করে দেন।
এর আগে, গতকাল বুধবার দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন আক্তার।
মামলায় তাদের বিরুদ্ধে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ আর ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ আনা হয়। অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল।
গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

উপরে