গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সমীর চন্দ
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে কৃষক লীগ গড়ে তোলতে তৃণমূলে সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হবে। কৃষক লীগকে বঙ্গবন্ধুর আদর্শে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে কৃষক লীগকে সব সময় প্রস্তুত থাকতে হবে।
রবিবার বিকালে কুষ্টিয়া জেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বর্ধিত সভাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি।
কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মুকবল হোসেন লাবলু সভাপতিত্বে বর্ধিত সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মণ্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, মাকসুদুল ইসলাম মাকসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।
