আপডেট : ১৮ নভেম্বর, ২০২০ ১৯:১১
গাজীপুরের সাবেক মেয়রকে ১ বছরের জেল, জরিমানা ৫০ লাখ
নিজস্ব প্রতিবেদক
অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর সিটি করপোরেশন সাবেক মেয়র অধ্যাপক এম.এ মান্নানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডেরর আদেশ দেন।
এছাড়া এ মামলায় অন্য আসামি গোলাম কিবরিয়া খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় এম এ মান্নান আদালতে উপস্থিত ছিলেন। এসময় তার আইনজীবী জামিন আবেদন করে। এরপর আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিস্তারিত আসছে...
