ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২০ ১২:৩৭

ক্যাসিনো খালেদের জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনো খালেদের জামিন আবেদন খারিজ


বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এই আদেশ দেন।
এর আগে আসামি খালেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর পর আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আর জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। 
উল্লেখ্য, অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদকে গ্রেপ্তার করে র‌্যাব। গুলশানে তাঁর বাড়ি থেকে একটি শটগান, দুটি পিস্তল, শটগানের ৫৭টি গুলি ও ৫৮৫টি ইয়াবা জব্দ করা হয়। পরে যুবলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

উপরে