ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ ডিসেম্বর, ২০২০ ১৬:৪৮

দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে : ফখরুল


সরকার দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তারা আজকে আবারও উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদের পেছনে ফেলে দিতে চায়, নির্যাতন করতে চায়।
তিনি বলেন, এই সরকার একে একে সবকিছুকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে এবং রাষ্ট্রকে এখন তারা বিপন্ন করে ফেলেছে।

উপরে