ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৮

বাংলাদেশ থেকে ১২ হাজারের বেশি পোশাক শ্রমিক নেবে জর্ডান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে ১২ হাজারের বেশি পোশাক শ্রমিক নেবে জর্ডান


জর্ডান আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে ১২ হাজারেরও বেশি পোশাক শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বিওইএসএল) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ উদ্দেশে শিগগিরই 
জর্ডান থেকে চাকরিদাতা ও টিম বাংলাদেশ সফরে আসবে। 
সূত্র: ইউএনবি

উপরে