বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাশত করা হবে না
বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা মানে হৃদয়ে আঘাত করা, তাকে অসম্মান করলে তা বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা মানে আমাদের হৃদয়ে আঘাত করা। এটা আমরা মানতে পারি না। শেখ হাসিনা আমাদের ধৈর্যধারণ করতে বলেছেন। আজ যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে ৭১-এর মতো যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। বঙ্গবন্ধুকে অসম্মান করলে তার ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে। এটা বরদাশত করা হবে না, আমরা ঐক্যবদ্ধ থাকব।’
তিনি আরও বলেন, ‘সুশাসন কায়েম করার ব্যবস্থা করতে হবে। যার যার দায়িত্ব তার পালন করতে হবে। কার কী দায়িত্ব সেটি সংবিধান আমাদের বলে দিয়েছে। রাষ্ট্রবিরোধী কোনো প্রকল্প করা যাবে না, প্রত্যেক প্রকল্প যেন উৎপাদনমুখী হয়।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে অনুপ্রাণিত হয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধু ছাড়া কেউ স্বাধীনতার ঘোষণা দিতে পারেন না। কারণ কারও স্বাধীনতার বক্তব্য দেয়ার সুযোগ নেই। কারণ আপনার (জিয়া) ঘোষণার কোন দাম নেই, আপনাকে সেই অধিকার কে দিয়েছে? জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধুকে সেই দায়িত্ব দিয়েছে। বঙ্গবন্ধু ব্যতীত কাউকে ঘোষক বলা উন্মাদের কাজ ছাড়া কিছু হতে পারে না।’
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
