ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৫

কোভিড-১৯ সহায়তা নিয়ে আলোচনা চলছে নীরবে: ভারতের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ সহায়তা নিয়ে আলোচনা চলছে নীরবে: ভারতের হাইকমিশনার

ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করে ভারত। ভারতের কাছে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের মতো এতটা গুরুত্বপূর্ণ নয়। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে দুই দেশের সম্পর্ক নিয়ে এ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পর তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন।

দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের ভার্চ্যুয়াল সম্মেলনের মূল্যায়ন করতে গিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গণমাধ্যমকে জানান, দিল্লির কাছে ঢাকার সঙ্গে সম্পর্ক যে বিশেষ গুরুত্বপূর্ণ, সে বার্তাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন।

এক দশক আগে ভারত ঋণ চুক্তির আওতায় সহায়তা দিচ্ছে। কিন্তু সেগুলোর বাস্তবায়ন যথেষ্ট ধীরগতির। দুই শীর্ষ নেতার আলোচনায় ঋণ চুক্তির বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে ভারতের শীর্ষ কূটনীতিক বলেন, ‘ঋণ চুক্তির আওতায় সারা বিশ্বে ভারত যে অর্থায়ন করে তার ৩০ শতাংশ দেওয়া হয় বাংলাদেশকে। যে শর্তে বাংলাদেশকে টাকা দেওয়া, বিশ্বের আর কোনো দেশ এই সুবিধা পায় না। আমরা মনে করি, জাপান ছাড়া আর কোনো দেশ বাংলাদেশকে এতটা সহজ শর্তে ঋণ দেয় না। প্রক্রিয়াগত কিছু সমস্যা রয়েছে। আমাদের কাছে প্রকল্প চূড়ান্ত করে দেওয়ার আগে তো আমাদের পক্ষে অর্থায়ন করা সম্ভব নয়। দুই পক্ষই প্রক্রিয়া দ্রুততর করতে কাজ করে যাচ্ছে। আগামী কয়েক মাসে এতে আরও গতি আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত হবে।’

উপরে