বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জে নতুন কমিটি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার মাকসুদাহ বালিকা সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল্লা হিল আমিনকে সভাপতি, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহা. ওমর ফারুককে সাধারণ সম্পাদক এবং চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুল আলমের সভাপতিত্বে ও উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নবগঠিত সমিতির সহ-সম্পাদক কামরুজ্জামান জাফরের সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলিম ভূইয়া সুজন, সাংগঠনিক সম্পাদক নাসিম ফারুকী, যুগ্ম সম্পাদক অনুপম পাল, সহ-সভাপতি কাজী মমিন হোসেন, সমিতির বেগমগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আবুল বাসার ভুলু, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির সহ-সভাপতি সাহিদ খোকন প্রমূখ।
একই সময় সমিতির বিগত কমিটির সভাপতি মফিজুল আলমের অবসরজনিত কারণে তাকে সংবর্ধিত করা হয়।
