ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ২০:১৫

বনানী কবরস্থানে শায়িত পারটেক্স গ্রুপের চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
বনানী কবরস্থানে শায়িত পারটেক্স গ্রুপের চেয়ারম্যান
বনানী কবরস্থানে শায়িত করা হলো পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে। এরআগে গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন জানাজায় অংশ নেন। অর্ধ শতক আগে তামাক দিয়ে ব্যবসা শুরু করা এম এ হাসেম গত পাঁচ দশকে তার বাণিজ্যের বিস্তার ঘটিয়েছেন আবাসন, আমদানি-রপ্তানি, পার্টিকেল বোর্ড, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য, ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে।

এম এ হাসেম ২০০১ সালের নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেল খাটেন তিনি।

২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপি ছাড়ার ঘোষণা দেন। করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে  মারা যান এমএ হাসেম।

এর আগে, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ১১ই ডিসেম্বর এমএ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুধবার (১৬ই ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ ১০০-এর নিচে নেমে আসে। এরপরই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

উপরে