ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ১৪:২০

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিন কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেস্ক
র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিন কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকা হতে  মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ০৪ জানুয়ারি ২০২১খ্রিঃ তারিখ আনুমানিক ১৫.০৫ ঘটিকায় সময় সিপিসি-২, র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন আমিরাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ । মোসাঃ মিতু আক্তার (১৯), পিতা-মোঃ নুরু হোসেন, সাং-বন্দ মান্দাইল চৌকিদারপাড়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা নামের ০১ জন মদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ অনুমানিক ১৬৫০ ঘটিকার সময় একই অফিসারের নেতৃত্বে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ জসিম মৃধা (৩০), পিতা-মৃত আঃ সাত্তার মৃধা, সাং-চরপদ্মা, থানা-মুলাদী, জেলা-বরিশাল নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১ টি মোবাইল ফোনও নগদ ৫০০/- টাকা উদ্ধার কারা হয়।

এছাড়াও একই তারিখ অনুমানিক ২৩৪৫ ঘটিকার সময় একই অফিসারের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুন্না (১৯), পিতা-মোঃ আসাদ, সাং-ভূইঘর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১ টি মোবাইল ফোনও নগদ ১৪,৪০০/- টাকা উদ্ধার কারা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা ও নারায়নগঞ্জসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

উপরে