ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২১ ১৪:৪৫

টিকার প্রায়োরিটি অনুযায়ী আমার অবস্থান কোথায় জানি না : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
টিকার প্রায়োরিটি অনুযায়ী আমার অবস্থান কোথায় জানি না : তথ্যমন্ত্রী

করোনার টিকা কবে নিচ্ছেন সাংবাদিকদের এ  প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণকে টিকা দেয়ার পরই আমার অধিকার, আমি মনে করি দেশের যারা ফ্রন্টলাইন ফাইটার তাদের টিকা পাওয়া খুবই জরুরি, তারাই প্রথমে টিকা পাওয়ার অধিকার রাখেন। যদিও ৫৫ বছর বয়স হিসেবে আমার একটা অধিকার আছে। তবে আমি মনে করি জনগণের অধিকার আগে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, 'জনগণকে  টিকা দেয়ার পর আমাদের অধিকার', প্রধানমন্ত্রীর এই বক্তব্যের  সাথে আমিও একমত পোষণ করি। করোনার টিকার প্রায়োরিটি (অগ্রাধিকার) অনুযায়ী আমার অবস্থান কোথায় আমি জানি না। তবে যারা প্রায়োরিটি লিস্টে আছে তারাই প্রথমে পাবে। লিস্টের (তালিকা) মধ্যে একটি জিনিস দেখেছি, ৫৫ বছরের বেশি বয়স্করা টিকা পাবেন। আমার বয়স ৫৫ এর বেশি। আমি টিকা পাওয়ার যোগ্য।

উপরে