ফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই এই ফলাফল ঘোষণা নিয়ে অনেক কথা বলছেন। আমার মনে হয় এটা নিয়ে বেশি কথা বলা বা তিক্ততা সৃষ্টি করা উচিত না। কারণ আমাদের ছেলে-মেয়েদের জীবনের দিকে তাকাতে হবে। তারা যেনো কোনোমতেই হতাশাগ্রস্ত না হয়ে পড়ে।”

শেখ হাসিনা আরো বলেন, শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। এটা তাদের জীবনের একটা বিরাট বাধা সৃষ্টি করছে। সেখানেই যদি আবার ফলাফল বা এটি দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে তাদের ওপর মানসিক চাপ পড়বে। কাজেই যারা এ ধরনের বিরূপ মন্তব্য করছেন, তাদের আমি এ কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাক তা তো আমরা চাই না। তাদের জীবনটা চলমান থাকুক সেটাই আমরা চাই। সে কারণেই আমরা ফলাফলটা ঘোষণা দিলাম।”
সরকার প্রধান আরো বলেন, “পরীক্ষা না নিয়ে শুধু মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করাটা একটা কঠিন কাজ ছিল। কিন্তু এরপরও যে কাজটা করতে পেরেছেন এ জন্য সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। করোনারভাইরাসের এ সময়ে কষ্ট করে ফল তৈরি ও প্রকাশের জন্য প্রতিটি শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ও অভিনন্দন জানাই সকল শিক্ষক ও শিক্ষার্থীদের।”
আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, “করোনার সংক্রমণের ফলে আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য আমারা এ ব্যবস্থাটা নিয়েছি। অনেকে ক্লাস-পরীক্ষা নেওয়ার কথা বলছেন। কিন্তু এগুলো করতে গিয়ে কেউ যদি সংক্রমিত হয়, তার দায়-দায়িত্ব কে নেবে?”
শেখ হাসিনা আরো বলেন, “কিছু লোক থাকেই যারা সবকিছুতে একটা খুঁত বের করার চেষ্টা করে। কিন্তু এর ফলাফলটা কী হবে সেটা তারা চিন্তা করেন না।”
এবার করোনাভাইরাসের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি’র ফল প্রকাশ করা হয়েছে। মোট উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। পাশের হার শতভাগ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
